ডায়াবেটিস রোগীদের ভরসা হতে পারে ‘ব্রি-১০৫’; চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষামূলক চাষে সাড়া
চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস রোগীদের কাছে সাড়া পেয়েছে ব্রি-১০৫ জাতের ধান। কৃষি বিভাগ বলছে, কম জিআই সম্পন্ন হওয়ায় এই ধান থেকে উৎপাদিত চালে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। পরীক্ষামূলক এই ধান চাষ দেখতে প্রতিনিয়ত মাঠে ভিড় করছেন স্থানীয়রা। উৎসাহ পেলে এই ধান চাষে আগ্রহ বাড়বে অন্যান্য চাষিদেরও।