রাঙামাটির মিনি চিড়িয়াখানার ১৭ প্রাণী ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর
দীর্ঘ দুই যুগ ধরে অবহেলা অযত্নে থাকার পর রাঙামাটি জেলা পরিষদের মিনি চিড়িয়াখানা থেকে ১৭টি প্রাণী কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে একটি ভাল্লুক, চারটি বানর, একটি মায়াহরিণ, দু'টি সজারু, পাঁচটি বনমোরগ ও চারটি কচ্ছপ রয়েছে। এরমধ্য দিয়ে শুরুর ২৪ বছর পরে বন্ধ করা হলো চিড়িয়াখানাটি।