ডেঙ্গু-পরিস্থিতি

বরগুনায় ক্রমশ অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যেমনি বৃদ্ধি পাচ্ছে তেমনি মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। আজ (শনিবার, ৫ জুলাই) সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৬ জন। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৫৭ জন।

জেলা-উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বেশি, ১শ' জনে মৃত্যু একজনের
এবার ঢাকায় তুলনামূলক কম আক্রান্ত হলেও জেলা-উপজেলা থেকে বেশি আসছে ডেঙ্গু রোগী। তবে আশঙ্কার কথা হচ্ছে- এবার প্রতি ১০০ ডেঙ্গুর রোগীর মধ্যে প্রাণ হারাচ্ছেন একজন, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। গেলবার ভয়াবহতা বাড়িয়েছিল ডেন-টু ধরন, তবে চলতি বছর এই ধরনের ঢাকায় বিস্তার না ঘটলেও ডেঙ্গুর বাকি তিন ধরনের একটি ছড়িয়ে পড়লেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা গবেষকদের।