ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মাহমুদুল হাসান

দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান
স্বাস্থ্য
দেশে এখন
0

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান। তবে পরিস্থিতি বিপদজনক না হলেও জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আজ (শনিবার, ১৫ নভেম্বর) সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিছন্নতা ও মশক নিধন অভিযানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা।’ এসময় এডিসের লার্ভা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি। মাহমুদুল হাসান বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারের অভিযান চলবে।’

আরও পড়ুন:

এসময় এলাকাবাসী প্রশাসকের কাছে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরলে তিনি তা সমাধানের আশ্বাস দেন।

ইএ