অযত্নে পড়ে ডেমো ট্রেন, বন্ধ আরও চার জোড়া: দুর্ভোগে দক্ষিণাঞ্চলের যাত্রীরা
কুমিল্লা থেকে স্বল্পআয়ের যাত্রীদের জন্য চালু হওয়া দ্রুতগতির ডেমো ট্রেনের সংকট দূর করতে পারছে না রেলওয়ে। অযত্ন-অবহেলায় বিকল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। খসে পড়ছে যন্ত্রাংশ। এদিকে আগে থেকেই কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর রুটেই বন্ধ হয়েছে আরও চার জোড়া ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এ অঞ্চলের যাত্রীরা।