অনূর্ধ্ব-২০ নারী দলের ‘গোলমেশিন’ তৃষ্ণা রানীর সাফল্যের পেছনে দারিদ্র্যের লড়াই
দেশ কিংবা বিদেশের মাঠে দুর্দান্ত পারফর্ম করে অনূর্ধ্ব-২০ নারী দলের তৃষ্ণা রানী এখন বেশ আলোচিত। তবে তৃষ্ণার উঠে আসার পথটি সহজ ছিলো না মোটেই। চরম দরিদ্রতা আর নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বড় হয়েছেন গোলমেশিনখ্যাত এ ফুটবলার। অন্যের ভিটেমাটিতে কোনমতে মাথাগুজে থাকেন তৃষ্ণারা দুটি পরিবার।