বুলগেরিয়ার গ্রামে জমজমাট ঐতিহ্যবাহী তেল কুস্তির আসর
বুলগেরিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী তেল কুস্তি টুর্নামেন্ট। বলকান অঞ্চলের শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন। মহিষের চামড়ার তৈরি প্যান্ট ও গায়ে জলপাইয়ের তেল মেখে কুস্তি লড়াইয়ে নামেন প্রতিযোগীরা। শতাব্দী পুরনো এ খেলা।