তুরস্কের জাতীয় খেলা ওয়েল রেসলিং বা তেল কুস্তি। অটোম্যান সাম্রাজ্য থেকেই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। বুলগেরিয়ার তুর্কি অধ্যুষিত অঞ্চলে এবার আয়োজন করা হয় তেল কুস্তি টুর্নামেন্ট। যা বুলগেরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।
বুলগেরিয়ার চেরনা গ্রামে একত্রিত হন বলকান অঞ্চলের শতাধিক প্রতিযোগী। মহিষের চামড়ার প্যান্ট পরে জলপাইয়ের তেলে গায়ে মেখে খেলায় অংশ নেন কুস্তিগীররা। শরীর পিচ্ছিল হওয়ায় প্রতিযোগীদের পড়তে হয় চ্যালেঞ্জের মুখে। অটোমান যুগের প্রতিযোগীরাও এ ধরনের পোশাক পরে কুস্তি লড়াইয়ে নামতো।
আরও পড়ুন:
চেরনা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘অটোমান আমলে এ ধরনের তেল কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হত। লড়াইয়ে প্রতিযোগীরা নিজেদের শক্তি প্রদর্শনে নানা কৌশল প্রয়োগ করেন।’
৮৫ জন কুস্তিগীরের একটা বড় প্রতিনিধিদল পাঠিয়েছে তুরস্ক। এছাড়া, গ্রীস, নর্থ ম্যাসেডোনিয়া, ইউক্রেন ও স্বাগতিক বুলগেরিয়া থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতারা। ড্রামের ছন্দে জমে ওঠে কুস্তি লড়াই। একেকটি ম্যাচ ৩০ থেকে ৪০ মিনিট স্থায়ী হয়।
চেরনা টুর্নামেন্ট বলকান অঞ্চলের শতাব্দী পুরনো রীতির অংশ এ খেলা। যা দেশটির ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে।