পানির জন্য অপেক্ষারত গাজাবাসীর ওপর ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১০
ক্ষুধার্তদের উপর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার পানির জন্য অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপরও বোমা ফেলে ৬ শিশুসহ ১০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী। রোববার পুরো গাজায় প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। অন্যদিকে অপুষ্টিতে ভুগে মারা গেছে এক শিশু। আর ২৭ মে থেকে এখন পর্যন্ত জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হত্যার শিকার ৮ শতাধিক ফিলিস্তিনি। সব মিলিয়ে ইসরাইলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি ৫৮ হাজার ছাড়িয়েছে। এছাড়া অবরোধের কারণে ভয়াবহ সংকটের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে আশ্বস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।