মেহেরপুরে থাই পেয়ারা চাষের বাণিজ্যিক সাফল্য, ৪৯ কোটি টাকার লক্ষ্যমাত্রা
মেহেরপুরে প্রতিবছরই বাড়ছে থাই পেয়ারার চাষ। স্বাদে ও পুষ্টিতে ভরপুর হওয়ায় সারাবছরই বাজারে রয়েছে চাহিদা। ফলে দামও ভাল পাচ্ছেন স্থানীয় চাষিরা। চলতি বছর এই ফল থেকে ৪৯ কোটি ৮০ লাখ টাকার বাণিজ্য হবে বলে আশা কৃষি বিভাগের।