থালাপতি বিজয়ের ঘোষণা: তামিলনাড়ুতে বিজেপি ‘প্রত্যাখ্যাত হবে’
তামিলনাড়ুর জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করবে— আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এভাবেই ভারতের ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার ও রাজনীতির নতুন মুখ থালাপতি বিজয়। নরেন্দ্র মোদির দলকে 'ফ্যাসিবাদী' আখ্যা দিয়ে জানিয়েছেন আসন্ন নির্বাচনের প্রস্তুতির কথাও। প্রতিক্রিয়ায় বিজেপি নেতারা বলেছেন, জনসভায় হাততালি কুড়িয়ে ভোট ব্যাংক জোগাড় করা যায় না।