বছর পেরিয়ে আবারো শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব
বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে রাতে পর্দা উঠছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। মর্যাদাপূর্ণ এ আয়োজনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলায় রূপ নিয়েছে ফ্রান্স। শহরের বিভিন্ন স্থানে ঝুলছে উৎসবের অফিসিয়াল পোস্টার-ব্যানার। এবারের কানে আছে বাংলাদেশও, স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীবের আলী।