বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। আয়োজনে সামিল হলে এরইমধ্যে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান শহরে। আজ থেকে শুরু হয়ে আগামী ১২ দিন কান হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের কেন্দ্রস্থল।
সারাবিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলার পাশাপাশি ফ্রান্সের কান শহরে জড়ো হয়েছেন দর্শনার্থরাও। হোটেল মোটেল রেস্টুরেন্ট পার্কসমুদ্রে সৈকতে আনন্দে উপভোগে মেতেছেন সবাই। ফ্রান্সের আতিথেয়তায় মুগ্ধ সবাই। বিপুল সংখ্যক পর্যটকদের আগমনে জমজমাট ব্যবসা বাণিজ্য।
কান উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ লালগালিচা পর্ব, যেখানে হাঁটবেন বিশ্বের খ্যাতিমান সব অভিনেত্রী, গায়িকা ও মডেলরা। এরইমধ্যে কান শহর যেন জেগে উঠেছে চলচ্চিত্রের রং, আলো ও নান্দনিকতায়। এবারের উৎসবে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার দৃষ্টিনন্দন মিশ্রণ।
এবার উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন ফরাসি অভিনেতা লরাঁ লাফি। অনুষ্ঠানের শুরুতেই মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোকে তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে দেয়া হবে সম্মানসূচক পদক।
এবার মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ২২টি ছবি। এ ছাড়া আঁ সার্তে রিগায় ২০টি, আউট অব কম্পিটিশনে সাতটি, মিডনাইট স্ক্রিনিংয়ে পাঁচটি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল স্ক্রিনিংয়ে ৯টি ছবি প্রদর্শিত হবে। সবাইকে অবাক করে এবারই প্রথম মূল প্রতিযোগিতায় জায়গা পায়নি কোনো কোরীয় ছবি।
এবার জুলিয়া দুকোর্নোর আলফা, রিচার্ড লিংক লেটারের নুভেল ভাগ, ওয়েস অ্যান্ডারসনের দ্য ফিন্যান্সিয়াল স্কিমকে স্বর্ণপাম জয়ের হট ফেবারিট মনে করছেন অনেক সমালোচক। আবার অনেকে মনে করছেন, দারদেন ভ্রাতৃদ্বয়ের দ্য ইয়াং মাদার্স হোম, তারিক সালেহর ইগলস অব দ্য রিপাবলিক, জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমাগুলো এগিয়ে থাকতে পারে সেরার দৌড়ে।
উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি 'রানআউট ফিল্মস'।
প্রতি বছরই মূল ভবনের ফলকে টানানো হয় কানের অফিশিয়াল পোস্টার। এবারও ব্যতিক্রম ঘটেনি তার, তবে ঘটেছে বিরল ঘটনা। প্রথমবার জোড়া পোস্টার বাছাই করেছে কর্তৃপক্ষ। ফরাসি নির্মাতা ক্লদ লোলুশের কালজয়ী ছবি 'আ ম্যান অ্যান্ড আ ওম্যান'-এর দৃশ্য থেকে বানানো হয়েছে কানের পোস্টার।
আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে কানের উদ্বোধনী আয়োজন। চলতি আসর চলবে ২৪ মে পর্যন্ত। আয়োজকদের প্রত্যাশা– প্রতিবারের মতো এবারও বিশ্বের প্রথিতযশা চলচ্চিত্র স্রষ্টাদের উপস্থিতিতে উঠবে বর্ণিল ও প্রাণময় হবে কান উৎসব।