‘থ্রি ইডিয়টস’-এর প্রিয় চরিত্রের অভিনেতা অচ্যুত পোতদারের প্রয়াণ
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প, গানের পাশাপাশি সিনেমার বেশ কিছু সংলাপ দর্শক মনে বেশ সাড়া ফেলেছিল। বর্তমানেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার ফিডে দেখা মেলে সেগুলোর। এর মধ্যে ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ সংলাপটি বেশ সাড়া ফেলেছিল দর্শক মনে। এই সংলাপে দর্শকের মন জয় করা সেই অভিনেতা অচ্যুত পোতদার আর নেই।