‘থ্রি ইডিয়টস’-এর প্রিয় চরিত্রের অভিনেতা অচ্যুত পোতদারের প্রয়াণ

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অধ্যাপকের চরিত্রে অভিনেতা অচ্যুত পোতদার
সংস্কৃতি ও বিনোদন
0

‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প, গানের পাশাপাশি সিনেমার বেশ কিছু সংলাপ দর্শক মনে বেশ সাড়া ফেলেছিল। বর্তমানেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার ফিডে দেখা মেলে সেগুলোর। এর মধ্যে ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ সংলাপটি বেশ সাড়া ফেলেছিল দর্শক মনে। এই সংলাপে দর্শকের মন জয় করা সেই অভিনেতা অচ্যুত পোতদার আর নেই।

বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়েটস’ এ এক মেজাজি অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই চরিত্রে আমির খানের র‍্যাঞ্চোর দাসকে উদ্দেশ্য করে বলা একটি সংলাপ ছিল—‘আরে কেহনা ক্যা চাহতে হো?’

এ সংলাপটি সোশ্যাল মিডিয়া ও দর্শক মনে জায়গা করে নয় খুব দ্রুতই, ঘুরতে থাকে মিম ভিডিও কিংবা ছবি হয়ে। মিম দুনিয়ায় এটি অমর হয়ে রয়েছে। সেই সংলাপের অভিনেতা অচ্যুত পোতদার ৯১ বছর বয়সে গতকাল সোমবার (১৮ আগস্ট) মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন:

কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে তার পরিবার সূত্রে জানা যায়।

অচ্যুত পোতদারের মৃত্যুসংবাদে শোকস্তব্ধ শো-বিজ অঙ্গন ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। সেনাবাহিনীতেও চাকরি করেছেন তিনি।

চার দশকের বেশি সময়ের অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি সিনেমাতে।

এসএইচ