দ্বিগুণ বেতন বাড়িয়ে নিলেন পেরুর প্রেসিডেন্ট!
পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে তার নিজের মাসিক বেতন দ্বিগুণ বাড়িয়ে প্রায় ১০ হাজার মার্কিন ডলার করেছেন। এর আগে তার প্রতি মাসে বেতন ছিল সাড়ে ৪ হাজার মার্কিন ডলার। দেশটির অর্থমন্ত্রী জানান, প্রেসিডেন্টের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে লাতিন আমেরিকার অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের বেতনের সঙ্গে মিল রেখে।