পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে তার নিজের মাসিক বেতন দ্বিগুণ বাড়িয়ে প্রায় ১০ হাজার মার্কিন ডলার করেছেন। এর আগে তার প্রতি মাসে বেতন ছিল সাড়ে ৪ হাজার মার্কিন ডলার। দেশটির অর্থমন্ত্রী জানান, প্রেসিডেন্টের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে লাতিন আমেরিকার অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের বেতনের সঙ্গে মিল রেখে।
প্রেসিডেন্ট হিসেবে দিনা বলুয়ার্তের মেয়াদ আছে আর মাত্র এক বছর। ঠিক এ সময়ে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এদিকে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পেরুর জনগণ। ২০২২ সালে ক্ষমতায় আসার সময় থেকেই বলুয়ার্তের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগে অন্তত ১২টি ঘটনায় তদন্তের মুখোমুখি তিনি। সম্প্রতি তার জনপ্রিয়তা নেমেছে মাত্র ২ শতাংশে।