হিলি সীমান্তে বিজিবির অভিযান, মাদক উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, এ্যাম্পল, টাপেন্টাডলসহ প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) ভোর রাতে হিলি সীমান্তের ২৮৫/৭ এস পিলারের ২০ গজ বাংলাদেশ ভেতর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।