হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, ‘ভারত থেকে দেশে মাদক প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের বিজিবির একটি টহল দল সীমান্তের ২৮৫/৭ এস এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে ওঁৎ পেতে অবস্থান নেয়। এরপর ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদেরকে ধাওয়া করে।’
তিনি বলেন, ‘পরে মাদকগুলো ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া বস্তা থেকে আট হাজার পিচ ট্যাপেন্টাডল, ৯৮০ পিছ এ্যাম্পল ও ৬৫ পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়।’
কোম্পানি কমান্ডার জানান, উদ্ধার করা মাদকের সিজার মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৭৬০ টাকা। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানান অসীম মারাক।