নানা সংকটে নাটোরে বন্ধ শতাধিক খামার
গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার বড় খাত দেশের দুগ্ধ শিল্প। তবে, গো-খাদ্যের দাম বৃদ্ধিসহ নানা সংকটে শুধু এক বছরেই উত্তরের জেলা নাটোরে বন্ধ হয়েছে শতাধিক খামার। এ ছাড়া, দুধ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় আড়াই শ’ কোটি টাকার বাজার হলেও অধরা রয়েছে তরল দুধ পানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড।