তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে, ব্যবস্থা হওয়া উচিত: দুদক কমিশনার
দুর্নীতি মামলা বা অভিযোগের তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। আজ (সোমবার, ২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে, জেলা দুদকের আয়োজনে দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।