ঢাকায় দূষণ থেকে নিস্তার নেই, প্রশান্তির নিশ্বাসেও জটিল রোগে আক্রান্তের ঝুঁকি
বিশ্বে বায়ুদূষণের ঝুঁকিতে থাকা শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান শীর্ষ পোনেরোর মধ্যে প্রায়ই দেখা যায়। দিনের মতো রাতেও ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে থাকছে না। পরিবেশবিজ্ঞানীরা বলেন, বিকেল ৫টা থেকে অফিস ছুটি হলে রাস্তায় যানবাহন চলাচল বেড়ে যায়, সঙ্গে বাড়তে থাকে বায়ুদূষণ। এ ছাড়া সন্ধ্যা ৬টার পর দূষণ বাড়তে থাকে আবহাওয়াগত কারণে। অস্বাস্থ্যকর এই বায়ুতে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন শ্রমজীবীসহ নগরবাসী।