যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা: আজ শেষ দিনের বৈঠক, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কহার কত হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে চলমান আলোচনার আজ (বৃহস্পতিবার) শেষ দিন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১টা পর্যন্ত (স্থানীয় সময় দুপুর ১টা থেকে ৩টা) এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসবে বা কেমন হবে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না আলোচনার কোনো পক্ষই—সব সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে।