নন্দিত হয়ে আছেন নন্দিত নরকের স্রষ্টা
‘চলে যায় বসন্তের দিন! কী অদ্ভুত কথা! বসন্তের দিন কেন চলে যাবে? কোনো কিছুই চলে যায় না। এক বসন্ত যায়, আরেক বসন্ত আসে। স্বপ্ন চলে যায়, আবারো ফিরে আসে’- তবে তিনি আর কখনোই ফিরে আসবেন না। নন্দিত নরকের স্রষ্টা নন্দিত হয়েই পাড়ি জমিয়েছেন অচেনা ঠিকানায়। যে ঠিকানার খোঁজ পাবে না কেউই। লেখনিতে চির অম্লান হুমায়ূন আহমেদ।