টেনিস ইতিহাসে প্রথমবার আলকারাজ ও সিনারের নতুন অধ্যায়
টেনিস বিশ্বে চলছে সিনকারাজ যুগ। স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ আর ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার যেন মনে করিয়ে দিচ্ছেন কিংবদন্তি নাদাল-ফেদেরার দ্বৈরথের কথা। টেনিস ইতিহাসে প্রথমবার এ জুটি উঠে এসেছেন বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে। পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই দারুণ উপভোগ্য হয়ে উঠেছে টেনিস বিশ্বে।