খণ্ডকালীন চাকরি থেকে নারী ফুটবলের সবচেয়ে দামি গোলকিপার মেরি আর্পস
মাত্র ২৫ ইউরো থেকে বিশ্বের সবচেয়ে দামি নারী গোলকিপার। বছরে বেতন পান সাড়ে ৩ লাখ ইউরোর বেশি। একসময় ফুটবল খেলার পাশাপাশি করতে হয়েছে ৬টি খণ্ডকালীন চাকরি। নটিংহ্যামের সেই ছোট্ট বালিকা মেরি আর্পস এখন মেয়েদের ফুটবলে সুপার ব্র্যান্ড। হাজারো তরুণী তাকে দেখে হতে চায় গোলরক্ষক।