শুধু ঘুমিয়েই মোটা অঙ্কের টাকা আয় করেন যারা
জীবনকে দুর্বিষহ করে তুলে নিদ্রাহীনতা। পর্যাপ্ত ঘুমের অভাব দৈনন্দিন সবকিছুকে প্রভাবিত করে। তবে সেই ঘুমেরও রয়েছে নানা ধরণ। অন্যদিকে কেউ কেউ শুধু ঘুমিয়েই আয় করেন মোটা অঙ্কের টাকা। আবার কোথাও চলে ঘুমের প্রতিযোগিতা।