ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি
কোনো সরকার যাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের আগে নিবার্চনকালীন শব্দটি যুক্ত করার প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (মঙ্গলবার, ৬ মে) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই প্রস্তাব দেন এনসিপি নেতারা। এছাড়া ভোটারের বয়স ১৬ ও প্রার্থীর বয়স ২৩ করার পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে কমিশনের ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সিদ্ধান্তে সমর্থন রয়েছে তাদের।