কুকুরকে যেভাবে প্রশিক্ষণ দেয় ডেনমার্ক পুলিশ
কুকুর বাহিনীকে প্রশিক্ষণে এবার অভিনব এক উপায় বের করেছে ডেনমার্ক পুলিশ। জলজ প্রাণীদের মাঝে ন্যাশনাল অ্যাকুরিয়ামে প্রশিক্ষণ দেয়া হয় জার্মান শেফার্ডসহ, বিস্ফোরক ও মাদক শনাক্তকারী কুকুরদের। নিশ্চুপ শব্দ ও ঘ্রাণ কাজে লাগিয়ে কুকুরদের আরো বেশি দক্ষ করে গড়ে তুলতেই এমন প্রশিক্ষণ।