কুকুরকে যেভাবে প্রশিক্ষণ দেয় ডেনমার্ক পুলিশ

ডেনমার্ক পুলিশের কুকুর
ইউরোপ
বিদেশে এখন
0

কুকুর বাহিনীকে প্রশিক্ষণে এবার অভিনব এক উপায় বের করেছে ডেনমার্ক পুলিশ। জলজ প্রাণীদের মাঝে ন্যাশনাল অ্যাকুরিয়ামে প্রশিক্ষণ দেয়া হয় জার্মান শেফার্ডসহ, বিস্ফোরক ও মাদক শনাক্তকারী কুকুরদের। নিশ্চুপ শব্দ ও ঘ্রাণ কাজে লাগিয়ে কুকুরদের আরো বেশি দক্ষ করে গড়ে তুলতেই এমন প্রশিক্ষণ।

অ্যাকুয়ারিয়ামে ঘুরছে হাঙর, স্ট্রিং ফিসসহ নানা জাতের জলজ প্রাণী। সামনে বসে প্রাণীদের চলাফেরা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জার্মান শেফার্ড।

কোনো মাঠ-ঘাট খোলা জায়গাতে নয়, কুকুরদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে অ্যাকুরিয়ামে। অভিনব এই উদ্যোগ নিয়েছে ডেনমার্কের কোপেনহেগের পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, শহরের পরিবেশে বিস্ফোরক ও মাদকদ্রব্য শনাক্তকরণসহ নানা কাজে পটু এই জার্মান শেফার্ড। তাই তাদের সক্ষমতা বাড়াতে ঘ্রাণ ও শব্দের সঙ্গে নিজেদের আরো মানিয়ে নিতে কুকুরদের এই বিশেষ ট্রেনিং।

ট্রেনারদের মধ্যে একজন বলেন, ‘ব্লু প্ল্যানেট ট্রেনিং কুকুরগুলোকে আরো দক্ষ করে তুলতে বেশি সক্ষম। প্রতিদিন আমাদের কুকুরদের প্রশিক্ষণ দিচ্ছি। টহলদারি কুকুর, জার্মান শেফার্ডসহ সব কুকুর নিয়েই এখানে আসি। পরিবেশের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটি কুকুরের আট-নয় সপ্তাহ বয়স থেকেই পরিবেশের সাথে তাদের পরিচয় করিয়ে দিই, ধীরে ধীরে তারা খুব দক্ষ হয়ে উঠে।’

সাধারণত জন্মের আট থেকে নয় সপ্তাহের মধ্যে শুরু হয় জার্মান শেফার্ডের প্রশিক্ষণ। ধীরে ধীরে বিভিন্ন পরিবেশের সংস্পর্শে খুব ভাল ভাবে মানিয়ে নেয় জার্মান শেফার্ড।

এসএস