সড়কে-অলিগলিতে পচে এবার কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ রয়েছে চট্টগ্রামে। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি সংগ্রহের দাবি আড়তদার সমিতির। তবে কাদের গাফিলতিতে চামড়া নষ্ট হলো, সেটিই এখন বড় প্রশ্ন।