যশোরে কৃষকদের আগ্রহ বাড়ছে পটল চাষে
যশোরে চলতি বছর পটলের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছেন পটল চাষে। এ বছর যশোরের ২ হাজার ৩শ' ৮ হেক্টর জমিতে পটলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্য ৩৬ হাজার ৯২৮ মেট্রিক টন পটল। গড়ে ৩০ টাকায় যার আনুমানিক বাজার মূল্য ১১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা।