জুরাইনে খাদ্য অধিদপ্তরের সাড়ে নয়শ’ মণ চাল-আটা উদ্ধার যৌথবাহিনীর
রাজধানীর জুরাইন থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের ৪৬৫ মণ চাল ও ৪৮৭ মণ আটা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় গুদামের মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল (শনিবার, ৩১ মে) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।