জুরাইনে খাদ্য অধিদপ্তরের সাড়ে নয়শ’ মণ চাল-আটা উদ্ধার যৌথবাহিনীর

জুরাইনে যৌথবাহিনীর অভিযান
অপরাধ
0

রাজধানীর জুরাইন থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের ৪৬৫ মণ চাল ও ৪৮৭ মণ আটা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় গুদামের মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল (শনিবার, ৩১ মে) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

মূলত চক্রটি চারটি গুদামে গোপনে পণ্য মজুদ করে রাখতো, পরে খাদ্য অধিদপ্তরের ট্যাগযুক্ত সরকারি বস্তা অভিনব পদ্ধতিতে মোড়ক পরিবর্তন করে বাজারে চড়া দামে বিক্রি করতো।

ঘটনাস্থল থেকে আটক করা চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় যৌথ বাহিনী।

এসএস