পদ্মার-পানি
রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার নিচে, শহর ও চরাঞ্চলে সতর্কতা জারি

রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার নিচে, শহর ও চরাঞ্চলে সতর্কতা জারি

রাজশাহীতে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। ফলে শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করা হয়েছে এবং দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে। পদ্মার পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। অনেক পরিবার ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে, তাই তারা গরু-ছাগল নিয়ে শহররক্ষা বাঁধে অবস্থান নিচ্ছেন।

ফরিদপুর ও রাজবাড়ীর পদ্মার পানি  বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে

ফরিদপুর ও রাজবাড়ীর পদ্মার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে

ফরিদপুর ও রাজবাড়ীর পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭ দশমিক ৯৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে । এতে প্রতিদিন নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।