রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার নিচে, শহর ও চরাঞ্চলে সতর্কতা জারি

রাজশাহী
পদ্মার পানি
পরিবেশ ও জলবায়ু
এখন জনপদে
0

রাজশাহীতে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। ফলে শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করা হয়েছে এবং দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে। পদ্মার পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে। অনেক পরিবার ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে, তাই তারা গরু-ছাগল নিয়ে শহররক্ষা বাঁধে অবস্থান নিচ্ছেন।

আজ (বুধবার, ১৩ আগস্ট) রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, পদ্মার পানির উচ্চতা আজ বেলা ১২টায় রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫০ মিটার। সকাল ৯টায় রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ৪৯ মিটার। সকাল ৬টায় উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৮ মিটার। রাজশাহী শহরে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। সে অনুযায়ী বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

এদিকে রাজশাহী শহর থেকে দক্ষিণে ভারত সীমান্ত সংলগ্ন চরখিদিরপুর, খানপুর ও মিডলচর ডুবে গেছে। এসব এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে গবাদিপশু নিয়ে রাজশাহী শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ উঠেছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। পানি বৃদ্ধির কারণে ফসিল জমি হারিয়েছেন কৃষকেরা। পাশাপাশি স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয় কেন্দ্রের দাবিও করছেন অনেকে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘ফারাক্কার সবগুলো কপাট খুলে দেয়া হয়েছে। ভারত-বাংলাদেশ দুই দেশেই প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পদ্মায় পানি বেড়েছে। গত দুই তিন বছরের মধ্যে এবার পানির উচ্চতা অনেক বেশি। পানির পরিমাণও বেশি। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক রয়েছেন। জনসাধারণের নিরাপত্তার জন্য টি-বাঁধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

সেজু