যশোরে একই জমিতে বছরজুড়ে ফুল ও সবজি চাষ
প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড শীত-গরম কিংবা ভারি বৃষ্টির কারণে লাখ লাখ টাকার ফুল-সবজি নষ্ট হলেও সম্প্রতি শুরু হয়েছে নতুন পদ্ধতিতে চাষাবাদ। পলিহাউজের মাধ্যমে ফুল চাষের প্রকল্প শুরু করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। সাতটি শেডে বর্তমানে একই সাথে চাষ হচ্ছে ফুল ও সবজি। এতে চাষিরা অল্প খরচে বেশি লাভবান হচ্ছেন বলে জানান।