নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি, রাঙামাটির স্বতন্ত্র প্রার্থীর জিডি
রাঙামাটিতে ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।