নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি, রাঙামাটির স্বতন্ত্র প্রার্থীর জিডি

রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা
এখন জনপদে
0

রাঙামাটিতে ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল (রবিবার, ১৮ জানুয়ারি) বিকেলে রাঙামাটি শহরের একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এসব অভিযোগ করেন।

পহেল চাকমা জানান, গত শনিবার রাতে দু’জন ব্যক্তি তাকে একটি দোকানে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তারা বলেছেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাদের সিদ্ধান্তে অনুযায়ী সমর্থন করেছেন। আগামী ১৯ জানুয়ারির মধ্যে তিনি যদি প্রার্থিতা থেকে সরে না দাঁড়ান তাহলে তাকে সর্বোচ্চ ব্যবস্থাসহ প্রাণনাশের হুমকি দেন।

আরও পড়ুন:

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে ওই হুমকি দাতা ব্যক্তিদের কাউকে চিনেন না তিনি। এরইমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি আরও বলেন, ‘তার নিরাপত্তা ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টরা তার নিরাপত্তা বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’

রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার লিখিত অভিযোগ পেয়েছে। নির্বাচন কমিশনের বিধিমতে ব্যবস্থা নেয়া হয়েছে।’

এফএস