জটিল সমীকরণ দূরে ঠেলে সুসম্পর্কে পাকিস্তান-ইরান, ১২ চুক্তি সই
জুনে ইসরাইলের ভয়াবহ হামলার পর, নিজেদের মধ্যকার সম্পর্কের জটিল সমীকরণ দূরে ঠেলে দিয়ে একে সুসম্পর্কের দিকে এগোচ্ছে পাকিস্তান-ইরান। ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, জাতিসংঘের সনদ অনুযায়ী পারমাণবিক শক্তি অর্জনের পূর্ণ অধিকার রয়েছে ইরানের। আর ইসরাইলকে মোকাবিলায় আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠা জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দু’দিনের পাকিস্তান সফরকালে এ কথা বলেন তিনি। ১২টি চুক্তিও সই হয়েছে দু’দেশের মধ্যে।