ফরিদপুরে পাট উৎপাদনে ব্যয় বৃদ্ধির শঙ্কায় চাষিরা
প্রতিবছরই দেশের সোনালি আঁশ খ্যাত পাটের আবাদের উৎপাদন ব্যয় বেড়েই চলেছে। কিন্তু বাজারে এর দর কাঙ্ক্ষিত হারের বাড়ছেনা। পাট চাষাবাদে ব্যয়ের সাথে বিক্রয় মূল্যে ব্যবধান বেড়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। প্রতি মণ পাটের গত বছরের চাষি পর্যায়ে বিক্রয় মূল্য ছিল প্রকার ভেদে দই হাজার ৫০০ থেকেদই হাজার ৮০০ টাকায়, যার উৎপাদন ব্যয় আর বিক্রয় মূল্য সমান সমান। এই কারণেই পাট চাষিদের চোখে-মুখে হাসি ছিল না।