বাড়ছে পাটের উৎপাদন ব্যয়, কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না চাষিরা
প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে পাটের উৎপাদন ব্যয়। তবে বাজারে কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না চাষিরা। চলতি মৌসুমে ফরিদপুরে ৮৬ হাজার ৫৩১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন বিষয়ে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ। এবারের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৬ হাজার ৩২৮ মেট্রিক টন পাট উৎপাদনের।