যে দেশে নেই কোকাকোলার জনপ্রিয়তা, নেই ব্যবসার দাপট
বিশ্বজোড়া ব্র্যান্ড কোকাকোলা। যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে কালচে লাল রঙের শীতল করা বোতল। তবে বিশ্বের বেশিরভাগ দেশে রাজত্ব করা কোকাকোলা কখনই জনপ্রিয় হতে পারেনি একটি দেশে। সেই দেশের নাম পেরু। দেশটির একটি পানীয়ের কাছে হার মানতে বাধ্য হয়েছে কোকাকোলা। জনপ্রিয় সেই সফট ড্রিংকের নাম ইনকা কোলা।