ওয়েইজম্যান ইনস্টিটিউটে ইরানের হামলা, দুশ্চিন্তায় ইসরাইলি বিজ্ঞানীরা
শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে ইসরাইলকে শক্ত জবাব দিয়েছে ইরান। রোববার (১৫ জুন) ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স গবেষণাকেন্দ্রে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখনও দুশ্চিন্তায় সময় কাটছে বিজ্ঞানীদের। শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানটিতে ইরানের হামলা, ইসরাইলের মুকুট রত্নে আঘাতের শামিল বলেও মন্তব্য করেছেন অনেকে।