ঐতিহ্য হারাচ্ছে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা, নড়বড়ে ভিত
সংস্কৃতি চর্চা ও যথাযথ সংরক্ষণের পরামর্শ
যেই ভাষায় একদিন গাঁথা হয়েছে অসংখ্য লোকগীতি, পালাগান আর সাহিত্যকর্ম, কালের বিবর্তনে কিশোরগঞ্জের আঞ্চলিক সে ভাষা হারাতে বসেছে তার ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ায় নড়বড়ে হয়েছে এ ভাষার ভিত। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক ভাষা টিকিয়ে রাখতে প্রয়োজন সংস্কৃতির চর্চা ও যথাযথ সংরক্ষণ।