রাঙামাটিতে টিসিবি পণ্য ক্রয়ে ভোগান্তিতে মানুষের ক্ষোভ
পাহাড়ি জেলা রাঙামাটিতে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ৫ হাজার ৪৪৮ পরিবারের কাছে টিসিবির নির্ধারিত চারটি পণ্য বিক্রয় করা হচ্ছে। ৫৪০ টাকার এই প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১কেজি চিনি ও ২ কেজি ডাল রয়েছে। তবে অর্ধেক মূল্যে পণ্য ক্রয়ে স্বস্তির সাথে ভোগান্তিতে ক্ষোভ জানিয়েছেন অনেকেই।