কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের ৮ চাকা লাইনচ্যুত, ভোগান্তি চরমে
কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ডাউন লাইনের গাড়ি আপলাইনে ঘুরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রেখেছেন রেল কর্তৃপক্ষ। আজ (শনিবার, ১৯ জুলাই) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ এবং গণপরিবহন সংকটে প্রায় সাড়ে চার ঘণ্টা আটকা পড়ে যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন বয়সী মানুষ।