সুনিমগঞ্জের ‘লিচুর গ্রামে’ ভালো ফলন, যোগাযোগব্যবস্থার অভাবে বাজারজাতে সমস্যা
সুনামগঞ্জের মানিকপুর সারাদেশে পরিচিতি পেয়েছে ‘লিচুর গ্রাম’ হিসেবে। বাণিজ্যিকভাবে গ্রামের ছোট-বড় টিলায় গড়ে উঠেছে লিচুর বাগান। তবে চলতি বছর বুম্বাই, চায়না-থ্রি ও দেশি জাতের লিচুর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। তবে গ্রামের যোগাযোগব্যবস্থার উন্নতি করা গেলে লিচু বাজারজাতকরণে সুবিধা পাওয়া যেত, এমনটাই জানান তারা।