ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে ইউরোপ: দিমিত্রি পেসকভ
ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় ইউরোপ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। চীনের তিয়ানজিনে চলমান এসসিও সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এবারের এসসিও সম্মেলনে যুদ্ধের বিষয়ে নিজেদের পক্ষে সমর্থন শক্তিশালী করার ওপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে করছেন অনেকে। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউক্রেনে বহুজাতিক সেনা মোতায়েনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন ডার লাইয়েন।