ক্রীড়াঙ্গনে সাফল্য আনলেও নীতি নির্ধারণী জায়গায় নারীদের অবস্থান শূন্য
ফুটবল থেকে ক্রিকেট-ক্রীড়াঙ্গনে বারবার দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন নারীরা। কিন্তু, এত সাফল্যের পরেও, নীতি নির্ধারণী জায়গায় তাদের অবস্থান শূন্যের কোটায়। এজন্য অবশ্য দেশের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক নৈরাজ্য আর পুরুষতান্ত্রিকতাকে দুষছেন নারী ক্রীড়াবিদরা।